দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে অগ্রগতি সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ এপ্রিল, বিকাল ৪ ঘটিকায় চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি শেকুল ইসলামের সভাপতিত্বে ও স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ বুরহান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন মো গোলাপ মিয়া, আছাব মিয়া, মাওলানা কাউছার আহমদ চৌধুরী, আলী মুর্শেদ খাঁন,কয়েস আলী খান, মো মিলন মিয়া, শিবলু চৌধুরী, মনসুর আলম, হাসান মিয়া, রেনু মিয়া, মোঃ ফাহাদ প্রমুখ। বক্তা রা বলেন আমাদের এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে অনেকেই এগিয়ে আসছেন। তারা আরো বলেন আমাদের উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাজ অতি দ্রুত এগিয়ে যাচ্ছে বিদ্যালয় প্রতিষ্ঠার ফলে অত্র এলাকার শিক্ষার প্রসার আরো বাড়বে বলে আশাকরি।