দিরাই প্রতিনিধি- বর্ণিল আয়োজনে উপজেলা উদীচীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কমরেড অমর চাঁন দাস।
উপজেলা উদীচীর বিদায়ী সভাপতি নারায়ণ দাসের সভাপতিত্বে, শ্রীপর্ণাদে ও শর্মিষ্ঠা চৌধুরী জিনিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উদীচীর সহসভাপতি গৌরী ভট্টাচার্য্য।বিশেষ অতিথি জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সম্মেলন মনোজ কান্তি পূরকায়স্থ সভাপতি ও অনুপম দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।