দিরাই প্রতিনিধি- আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে প্রদীপ রায়, রঞ্জন কুমার রায় , আজাদুল ইসলাম রতন এডভোকেট রিপা সিনহা, গোলাপ মিয়া।
ভাইস চেয়ারম্যান পদে এবিএম মনছুর সুদীপ, ফায়সাল মিয়া কাওছার, নাজমুল হাসান, এখলাছুর রহমান, রহুল আমিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরী, হাফসা বেগম, রিনা বেগম।
নিশ্চিত করেছেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মিটুন মল্লিক।