দিরাই প্রতিনিধি- দিরাইয়ে গানে গানে দুই দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সমাপনী দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিরাই বিএডিসির মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনি রায় সহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।