দিরাই প্রতিনিধিঃ
দিরাইয়ে বজ্রাঘাতে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার ভাটিপড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মালেকনূর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর নূর।
জানা যায়, মধুরাপুর মান্দার হাটির মৃত উকিল উদ্দিন এর ছেলে মালেকনুর (৪৫) গ্রামে মধুরাপুর রমজানপুর হাওরে নিজের জমিতে ধান মাড়ার মেশিন নিয়ে ধান মাড়াই করতে যান। সন্ধ্যা ৭ টায় হঠাৎ বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে আহত হন পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মালেকনূর ২ ছেলে ২ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
এ ব্যাপারে ভাটিপড়া ইউপি সদস্য এমদাদ হোসেন চৌধুরী জানান, আজ সন্ধ্যা ৭ টায় হঠাৎ বজ্রপাতে মধুরাপুর গ্রামের মালেকনুর জমিতে ধান মাড়াই দিতে মাড়াই মেশিন নিয়ে রমজানপুর হাওরে গিয়েছিলেন বজ্রপাতে আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে মানুষ থাকে উদ্ধার করে স্হানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসলে তিনি পরীক্ষা নিরিক্ষা করে তাকেঁ মৃত ঘোষণা করেন।
অপরদিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামেও বজ্রাঘাতে একজন নিহত হয়েছেন।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন জানান, রসুলপুর গ্রামের আব্দুর নূর বাড়ীর পাশে কাজ করতে ছিলেন এমন সময় বজ্রপাত হলে তিনি মারা যান।
উপজেলার জগদল ইউনিয়নের বকশিপুর গ্রামে বজ্রপাতের সময় একটি নারিকেল গাছে আগুন লেগে যায়।