নিজস্ব প্রতিবেদকঃসুনামগঞ্জের দিরাইয়ে হক এন্টারপ্রাইজ (২য় শাখা) টাইলস শো-রুম এর উদ্বোধন হয়েছে। শুক্রবার ১৯ এপ্রিল দিরাই বাজারে আসরের নামাজের পর মিলাদ দোয়া ও ফিতা কাটার মধ্যে দিয়ে হক এন্টারপ্রাইজ টাইলস শো-রুম এর শুভ উদ্ভোধন হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, আওয়ামিলীগ নেতা পাখি চৌধুরী, মঈনুল হক চৌধুরী খসরু, ফারুক সরদার, সিলেট সাংবাদিক মঞ্চ’র বিভাগীয় কমিটির সভাপতি সজিব রশিদ চৌধুরী, দিরাই প্রেসক্লাব সদস্য উবায়দুল হক, অত্র প্রাতিষ্টানের প্রোপাইটর আজিজুল হক চৌধুরী বাবলু,পরিচালক রফিকুল হক চৌধুরী টিপু, ঢাকা সাংহাই সিরামিক লিমিটেডের সহকারাী ম্যানেজার মোঃ টিটু সুলতান খাঁন,আরএকে সিরামিকসের ম্যানেজার মোঃ হারুনুর রশিদ,এবি সিরামিকসের এক্সক্লুসিভ সেলস ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
প্রোপাইটর আজিজুল হক চৌধুরী বাবলু বলেন দিরাইয়ের সর্বস্তরের মানুষকে সেবা দিতে হক এন্টারপ্রাইজ ২য় শাখা টাইলস শো-রুম উদ্ভোধন করেছি এখানে দেশি বিদেশি টাইলস পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাবেন।