হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে
সিলেটের চারটি উপজেলার মাধ্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনে পুনঃনির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম। আজ বুধবার (৮ এপ্রিল) রাতে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ১০৩টি কেন্দ্রে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন সাঁইত্রিশ হাজার সাত শত উননব্বই ভোট( ৩৭৭৮৯)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস প্রতিক) পেয়েছেন উনত্রিশ হাজার সতের (২৯০১৭) ভোট। এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া প্রতিক) পেয়েছেন পনেরো হাজার একশত সাতানব্বই (১৫১৯৭) ভোট।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত-কলম), ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস) ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া প্রতিক)।