দিরাই প্রতিনিধি ঃ দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার অনুসারী প্রদীপ রায় দোয়াত কলম প্রতীকে ৩০ হাজার ৪৫২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি, আল-আমিন চৌধুরীর অনুসারী রঞ্জন কুমার রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন১৯ হাজার ৯৩৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে এবিএম মনসুর সুদীপ টিয়াপাখি প্রতীকে ২৪ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবাসী ফায়সাল আহমদ টিউভওয়েল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৬৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী হাঁস প্রতীকে ২৮ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেনতার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফছা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২১৩ ভোট।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মিঠুন মল্লিক এ ফলাফল নিশ্চিত করেন।