স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির ৪র্থ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে রবিবার, সকাল ৮ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে সাবেক ২বারের সভাপতি মোঃ আলী নেওয়াজ ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী হরিণ প্রতিক নিয়ে পান ১৫১ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সামছু নুর টিউবওয়েল প্রতিক নিয়ে ২০৫ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আমীম আনারস প্রতিক নিয়ে পান ১৭৯ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা সহ সভাপতি আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম রানা, কোষাধ্যক্ষ আসাদ আবেদীন প্রমুখ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং এর দায়িত্বে ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, ছোয়াব আলী,মাষ্টার সুরুজ আলী, মাওলানা আনোয়ার পাশা, ইউসুফ আলী, মোঃ বাবুল হোসেন প্রমুখ। বিজয়ী সভাপতি মোঃ আলী নেওয়াজ বলেন পাথারিয়া বাজারের সর্বস্তরের ভোটারগন বিপুল ভোটে আমাকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞ তিনি আরো বলেন আমি আরো ২বার সভাপতি হিসেবে আপনাদের কে নিয়ে কাজ করেছি বর্তমানে ও আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই
মোঃ আলী নোওয়াজ বর্তমানে পাথারিয়া ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজয়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুন নুর বলেন পাথারিয়া বাজারের সর্বস্তরের ভোটারগন বিপুল ভোটে আমাকে বিজয়ী করায় সকলের প্রতি আমি কৃতজ্ঞ তিনি আরো বলেন আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সবাইকে সাথে নিয়েই বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ।