স্টাফ রিপোর্টার সিলেটঃ এসএমসি’র ব্লু-স্টার চিকিৎসা চিকিৎসা কার্যক্রমের সাথে জড়িত নন-গ্রাজুয়েট মেডিকেল প্রাকটিশনারদের দক্ষতা বৃদ্ধি’র ধারাবাহিক কার্যক্রম আজ মঙ্গলবার (১১ জুন) সিলেটের ২৬ জন ব্লু-স্টার নিয়ে ব্লু-স্টার রিফ্রেশার ট্রেনিং হোটেল গ্রান্ড মোস্তফায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রিফ্রেশার ট্রেনিং এ উপস্থিত এসএমসির প্রশিক্ষক ডা. আজীজুর রহমান চৌধুরী, এসএমসির ট্রেইনার মুর্শেদ আহমদ, জাহাঙ্গীর আলম সেলস ম্যানেজার সিলেট।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার ফেরদৌস আহমেদ, সেলস অফিসার জিলানী আহমেদ।
উক্ত ব্লু-স্টার প্রোগ্রামে অংশগ্রহণ করেন, মাহমুদুল চৌধুরী, সাংবাদিক ও কলামিস্ট হাফিজুল ইসলাম লস্কর, বিপুল, আসমা বেগম, জামাল আহমেদ, ইকবাল আহমদ প্রমুখ।