দিরাই প্রতিনিধি ::দিরাই প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের হল রুমে সংগঠনের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সদস্য তোফায়েল আহমেদ, ইমরান হোসাইন, শাহজাহান সিরাজ,মোস্তাহার হোসেন, রুকনুজ্জামান জহুরী ওবায়দুল হক প্রমুখ। সভায় স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ, ঈদ পূণর্মিলণী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।