স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্ল্যাটিনাম জুবিলি) উপলক্ষে হাম্পশায়ার আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। রবিবার (২৩ জুন) জাহাঙ্গীর রেস্টুরেন্ট উনচেষ্টার রোড সাউথাম্পটনে রাত ১১ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হ্যাম্পশায়ার আওয়ামীলীগের কর্ণধার
শামীম মিয়া ও সঞ্চালনা করেন কোহিনুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ দলীয় জোটের নেতা ও সর্ব ইউরোপীয় জাসদ নেতা মতিউর রহমান মতিন। বিশেষ অতিথি হিফজুর রহমান আবু বক্কর।
বিশেষ অতিথির বক্তব্যে হিফজুর রহমান আবু বক্কর বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরই বাঙালি জাতির উপর বৈষম্যমূলক আচরণ শুরু হয়। প্রথমেই মাতৃভাষার উপর আঘাত আসে। পাকিস্তানি শাসকদের শোষণ-বঞ্চনার প্রতিবাদে প্রগতিশীল নেতাকর্মীরা এক হয়ে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে গঠন করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি, শামসুল হক কে সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করা হয়। ভাষা আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধু তখন কারাবন্দি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান মতিন বলেন, আওয়ামী লীগ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমেই পূর্ব বাংলার মানুষের কাছে পৌঁছে যায়। ১৯৫২ সালেই বঙ্গবন্ধু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরের বছর অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পশ্চিমাদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বঙ্গবন্ধু আওয়ামী লীগের পতাকাতলে বাঙালিদের ঐক্যবদ্ধ করেন। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার জন্য কাজ করছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইটালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসাইন বাবুল, জাহিদ ইসলাম, হ্যাম্পশায়ার আওয়ামী লীগ নেতা আব্দুল বাছিত,
হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জুনেদ আহমদ, হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব
মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন, সিলেট এম সি কলেজ এবং লন্ডন মহানগর সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান আহমদ,
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ রুবেল মিয়া।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জুবের আহমদ চৌধুরী,
ছালিক মিয়া, মুকিত খান,জুনুর মিয়া,হান্নান মিয়া, রাসেল আহমেদ, আব্দুল মোতালেব মিঠু, তাকওয়া চৌধুরী (ছাত্র, সাউদাম্পটন সলেন্ট ইউনিভার্সিটি), ইয়াসির আরাফাত, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা হাফিজ খাঁন, ইমরান আহমদ, প্রমুখ।