স্টাফ রিপোর্টারঃ জমে উঠেছে দিরাই থানা পয়েন্টে অবস্থিত দিরাই সেন মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ পদে ১৩ জন প্রার্থী।
সভাপতি পদে লড়ছেন হাজী মোঃ মুকুল মিয়া চৌধুরী (ছাতা),মোঃ রুবেল আহমদ তালুকদার (মোটরসাইকেল), আশিষ কুমার দাস(দোয়াত কলম)।
সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ ফয়সল মিয়া(টেলিভিশন), বকুল দেবনাথ ( মোমবাতি)
সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ শাহ জাহান(মাছ),মোঃ মারুফ মিয়া (উড়োজাহাজ), মোঃ শিহাব মিয়া(আম)।
সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন গাজী মোঃ রুহিনুর রহমান (দেয়াল ঘড়ি),মোঃ শায়খুল ইসলাম (চশমা),মোঃ রাজীব চৌধুরী (ফুটবল)।
কোষাধ্যক্ষ পদে লড়ছেন পবির মিত্র (হাঁস), পলাশ মোদক ( টিউবওয়েল) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন – প্রধান নির্বাচন কমিশনার দিরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশারফ মিয়া, নির্বাচন কমিশনার ধীরেন্দ্র দেবনাথ, মোঃ শাহ আলম। প্রধান নির্বাচন কমিশনার মোশারফ মিয়া বলেন আমরা যেমনটা দেখছি প্রতিক বরাদ্ধ দেওয়ার পর থেকেই প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন আমি আশাবাদী মার্কেটের ১০৯ জন ভোটার আগামী ৮ই জুলাই সোমবার তাদের পছন্দের প্রার্থীকে স্বতঃস্ফূর্তভোট প্রয়োগ করবেন।
উল্লেখ্য যে ২৫জুন প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন,২৬ জুন মনোনয়ন পত্র দাখিল, ২৭ জুন বাচাই, ২৮ জুন সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রত্যাহারের শেষ সময় এবং বিকাল ৪ ঘটিকায় প্রতিক বরাদ্ধ দেওয়া হয়, প্রচারনার শেষ সময় ৭ই জুলাই রাত ৮টা পর্যন্ত এবং আগামী ৮ই জুলাই রোজ সোমবার সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।