দিরাই প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষের্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট মঙ্গলবার, সকাল ১১ঘটিকার সময় দিরাই থানা রোডস্থ বিএনপির কার্যালয়ের সামন থেকে র্যালী শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলজার চৌধুরী’র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, আরোও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাহিদুর রহমান, সুজন চৌধুরী মুসা, বদরুজ্জামান বদরুল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কবির সরদার, মশিউর রহমান, তোফায়েল আহমেদ ডিপজল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, করিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস মিয়া প্রমুখ।