বিশেষ প্রতিনিধিঃসুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে, বাজার উন্নয়নের নামে তহবিল কমিটি গঠন করে কয়েক শতাধিক লোকের কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা কালেকশন করে নিজ কাজে লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান রেজুওয়ান হোসেন খানের বিরুদ্ধে। অভিযোগ কারীর কজন টাকা আদায়ের রশিদ দেখিয়ে গণমাধ্যমকে জানান দুই বছর আগে আমাদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নেওয়া হয় বাজারে ভিট দেওয়ার নামে। কিন্তু এখন পর্যন্ত বাজারে ভিট পাবোতো দূরের কথা কোনো উন্নয়ন হয়েছে বলে আমাদের দৃষ্টিতে পড়েনি। এই টাকা কোন খাতে ব্যয় হচ্ছে তার হদিস পাচ্ছি না। কমিটির মুলে যারা রয়েছেন কেবল তারাই জানেন এই টাকা কোন খাতে ব্যয় হচ্ছে।
অন্যদিকে রেজওয়ান হোসেন খানের বিরুদ্ধে রফিনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নির্মাণাধিন ছাত্রাবাসের সামনে সুনামপুর মৌজার ৪৬ নং দাগের সরকারি জায়গা দখলে নিয়ে বালুভরাটের অভিযোগ উঠেছে। স্হানীয়রা জানান এটি পুর্বপুরুষেরা গোচর হিসেবে কাজে লাগিয়ে আসছেন যা লায়েকপতিত জমি আমরা জানি কিন্তু হঠাৎ রেজুওয়ান হোসেন খান ও শৈলেন্দ্র কুমার তাং জোর পুর্বক জায়গা দখলে নিয়ে মাটি ভরাট করলে আমরা আপত্তি জানাই। পরে স্হানীয় প্রশাসন এসে বালু ভরাট স্হগিত করে। স্হানীদের অভিযোগ সম্পর্কে রেজুওয়ান হোসেন খানের সাথে কথা বললে তিনি বলেন বাজার উন্নয়ন নিয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটি মিথ্যা কেননা এটা আমার এন্টি দুএকজন আনতে পারে তহবিলের টাকা দিয়ে আমরা জায়গা কিনেছি আর দ্বিতীয় যে অভিযোগ আসছে সেটি সরকারি খাস জায়গা নয়, আমরা কাগজ মোওয়াফিক দখলে গিয়েছি। জায়গা দখলের ব্যাপারে উপজেলা সহকারী ভুমি অভিজিৎ সূত্রধর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা বালুভরাট কাজ আপাতত বন্ধ রেখেছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নেওয়া হবে।