সোহান বিন নবাব
খালিয়াজুরী উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা সদরের হরিনাম নাট মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তা সমগ্র উপজেলা সদর প্রদক্ষিণ করে। এছাড়া সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক তালুকদার আরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, সদর ইউনিয়ন পরিষদ মেম্বার রিয়াজউদ্দিন তাং সুখন, ছাত্রদল আহ্বায়ক মাজহারুল হক পলিন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম,রিখন তাং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
আয়োজকরা জানান, দেশের একটি অংশ বন্যাকবলিত হওয়ায় এ বছর জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে।