স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাইয়ে কলেজ রোড ব্যবসায়ী সমিতির সদস্য সাদিক মিয়ার দোকানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেন দিরাই কলেজ রোড ব্যবসায়ী সমিতি।
২৭ আগস্ট মঙ্গলবার, সকাল ১১ ঘটিকায় থানা পয়েন্ট মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ রিপন’র পরিচালনায় বক্তব্য রাখেন, আবুল কাসেম চৌধুরী,মুকিত মিয়া,ডাঃ নাছির উদ্দিন প্রমুখ। এসময় আরো উপসচিব ছিলেন দিরাই কলেজ রোডের সকল ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন গত ২১ আগস্ট বিকাল ৫ঘটিকায় আমাদের কমিটির সদস্য সাদিক মিয়ার দোকানে একদল সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে হামলা চালায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অন্যতায় আমরা কঠিন কর্মসুচি দিতে বাধ্য হব।