দিরাই শাল্লা সংবাদদাতা
আকতার সাদিক চৌধুরী
01722805346
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সামনের সরকারি জায়গা নিয়ে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । সংঘর্ষের পরই বাংলাবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ্গচুর চালিয়ে লুটপাট করা হয়। সরেজমিন গিয়ে জানা যায় সরকারি জায়গা দখলে নিতে মাটি ভরাটের কাজ শুরু করেন বর্তমান চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, সাবেক চেয়ারম্যান রেজুওয়ান হোসেন খান ও রফিনগর গ্রামের তার গ্রুপের লোকজন এতে মাটি ভরাটে আপত্তি জানান সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির চৌধুরী গ্রুপের মির্জাপুর গ্রামের লোকজন। বেশ কিছুদিন ধরে উভয় পক্ষের মাঝে এমন উত্তেজনা দেখা দিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে
রফিনগর ইউনিয়ন বাংলাবাজার এলাকায় দুই পক্ষ সংঘর্ষ জড়ায় , এতে রফিনগর গ্রামের মৃত শাহ আলমের ছেলে হারুন মিয়ার (৫৫) ঘটনাস্হলে মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয় প্রায় অর্দশত লোকজন।
খবর পেয়ে ঘটনাস্হলে সেনাবাহিনী ও পুলিশ পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দিরাই থানা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এবং নিরাপত্তার জন্য সংঘর্ষ এলাকায় প্রশাসনিক লোক থাকে বলেও জানান তিনি