নিউজ ডেস্ক ঃশিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।
তিনি জানান, গত ৪ আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করা হবে।
প্রসঙ্গত, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই।