দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজ) দিরাইয়ের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বদলীয় সম্প্রীতি দিরাই কমিটির পিস এ্যাম্বাসেডর সিরাজ দৌলার সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, রিপোর্টাস ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাস, সাধারন সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ,সহসভাপতি আব্দুল্লাহ রাজী, অর্থসম্পাদক গোলাম জিলানী, দপ্তর সম্পাদক এহিয়া আহমেদ লিটন, পিএফজি সদস্য আলী আহমেদ খান,ইসমাইল চৌধুরী, ইকবাল সরদার, লিলি বেগম, মাজেদা বেগম,শ্যামন চক্রবর্তী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রশিদ চৌধুরী,সুমন রহমান ইয়ুথ লিডার মাহফুজ, তাইবুর রহমান প্রমুখ। অহিংস দিবসের তাৎপর্য ও করনীয় শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন পিএফজির সদস্য শাহজাহান সিরাজ।