দিরাই প্রতিনিধি::এবারের এইচএসসি পরীক্ষায় দিরাইয়ে সবার সেরা বাংলাদেশ ফিমেইল একাডেমি। ১২৫ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। পাশের হার শতভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে হাওরপাড়ের গতচার বারের সেরা বিবিয়ানা মডেল কলেজ। ৩৫৫ জনের মধ্যে পাশ করেছে ৩৪৩,পাশের হার ৯৬.৬১। দিরাই সরকারি কলেজে ১০০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৪৬ জন,পাশের হার ৮৪.৩৪,জগদল কলেজ ১৩৬ জনের মধ্যে ১২৪, পাশের হার ৯১.১৭,সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ১৯৭ জনের মধ্যে ১৬৭ জন, পাশের হার ৮৪.৭৭,রজনী গঞ্জ স্কুল এন্ড কলেজ ১০৪ জনের মধ্যে ৮০, পাশের ৭৬.৯২, সৈয়দ মনোয়ার আলী অষ্টগ্রাম কলেজ ৪৩ জনের মধ্যে ৪০, পাশের হার ৯৩.০২, হাতিয়া স্কুল এন্ড কলেজ ১০৮ জনের মধ্যে ৪০, পাশের হার ৩৭.০৩। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।