দিরাই প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের মহিলা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) জাকিয়া আফরোজ বলেছেন, যে দেশের অর্ধেক নারী সে দেশে নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়।সরকার নারীদের উন্নয়নে অনেক কাজ করছে। তিনি বাংলাদেশ ফিমেইল একাডেমির সুন্দর পরিবেশের প্রশংসা করে বলেন, অসহায়, এতিম মেয়েদের এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। রোববার দুপুরে সদ্য নির্মিত বাংলাদেশ ফিমেইল একাডেমির ৫ তলা ভবন হস্তান্তর ও উদ্বোধন বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্টাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব তাসনিম জেরিন বিনতে শেখ, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ। সভা শেষে নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন পরিদর্শন করেন অতিথিরা।