স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি এ উপলক্ষে বিশাল মিছিল হয়েছে।
শহরের পুরাতন বাসস্টেশনের বিএনপি কার্যালয় থেকে বের হওয়া মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের হাছননগরের বক পয়েন্ট গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালয়নায় এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, আকবর আলী, শেরেনূর আলী প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আবুল কালাম, এডভোকেট জিয়াউর রহীম শাহীন, এডভোকেট মাসুক আলস, নজরুল ইসলাম, আব্দুল মুকিত, ফারুক আহমদ, আনছার উদ্দিন, আ.ত.ম মিছবাহ, রেজাউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে শহর ও শহরতলি থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী মিছিল সহকারে এসে পুরাতন বাসস্টেশনে জমায়েত হন।