স্বার্থনীতি
হাফিজুল ইসলাম লস্কর
.
নীতির ভীতি অসৎ কীর্তি
বিবেক বিচারে চোর,
স্বার্থ-সিদ্ধির লীলা খেলা
আঁধারে ঢাকে ভোর।
নীতির অহিতে স্বার্থ শরতে
পাল্টায় আপন ভোল,
পাপীর পাপে লঙ্কা ডুবে
সাধুর লেবাসে চোর।
স্বার্থ দ্বন্দ্বে স্বরুপ সন্ধানে
নীতিহীন যাত্রা ক্রোশ,
কাজ কর্মে সাধনে স্বর্ধমে
খোঁজে অন্যের দোষ।
লেবাসে ওলী স্বভাবে ভন্ড
মিথ্যে সারথি’র দাস,
নিত্য স্বার্থের বিত্ত ভরাটে
দূর্ণীতি করেছে গ্রাস।
দুনিয়ার মোহে বিত্ত পূজা
অভিশপ্ত লুপ্ত নির্যাস,
সত্য বিমুখ জীবন মিছে
হৃদয়ে ভ্রষ্টতার বিশ্বাস।
হৃদয় গহীনে ক্ষমতার চর্চা
যেভাবেই হোক চাই,
স্বার্থ দ্বন্দ্বে দ্বিখণ্ডিত নীতি
লিপ্সা বেড়েছে তাই।
বদলায় শুধু দেহ আবরণ
বাস্তবে মোরা আদিম,
বিংশ শতাব্দীর পোড়া মনে
চিন্তা মানবতায় কৃত্রিম।
মানুষ বুঝেনা সমাজ সভ্যতা
সকলের বোধও সমান,
সবার চাওয়া নিরবে নিভৃতে
প্রকাশ্যে করে অসম্মান৷
সমাজে আজ শুধুই অভাব
ভাবহীন মনে জঞ্জাল,
প্রেম দ্বিরুক্তি অর্থে আসক্তি
মানুষ্যত্ব হীন কঙ্কাল।
আমরা ভাবি আমাদের কথা
অন্যের হোক ক্ষতি,
জীবন মর্মের বাঁকা সরণিতে
জলাঞ্জলি দিয়েছি নীতি।
স্বার্থের নীতি অর্থে দ্বিরুক্তি
আপন স্বার্থের ধারক,
কবির প্রশ্ন পাঠকের কাছে
স্বার্থান্বেষী কার শাবক।