সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ফলের বাজার ক্রেতা শূণ্য হওয়াতে চরম বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন ফল ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীরা।
প্রায় তিনমাস পূর্বে স্থানীয় প্রশাসনের উদ্যেগে সুনামগঞ্জে ভাম্যমান ফল ব্যবসায়ীদের দোকানে অভিযান করে তাদের উচ্ছেদ করে দেয়া হয়। উচ্ছেদের দীর্ঘদিন পরও আবারো ব্যবসায়ীরা ফল নিয়ে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সুনামগঞ্জ শহরে ফলের ব্যবসা শুরু করলেও বাজারে ক্রেতা না আসায় জমে উঠেছে না তাদের এই ব্যবসাটি।
বর্তমানে শহরের স্টেডিয়াম সংলগ্ন স্থানে এই ফলের বাজারের জন্য জায়গা নিদিষ্ট করে দিলেও ক্রেতা শূন্যর কারণে প্রতিদিন ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা মহা সংকটে পড়েছেন। জন সমাগম স্থানে ফল ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার দাবী তাদের।
উল্লেখ্য প্রায় তিন মাস পূর্বে প্রশাসন শহরের প্রাণকেন্দ্র থেকে ফল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলে তারা পড়েন চরম বিপাকে। পরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা তাদের পরিবার পরিজন নিয়ে ভীষণ কষ্টে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। ক্রেতা সাধারণ আগেকার জায়গায় ব্যবসায়ীদের ফলের দোকান না পেয়েফল কিনতে পারছেন না। ফল ব্যবসায়ীদের দাবী জন সমাগম স্থানে ফল বেচা কেনার স্থান নির্ধারণ করে দেয়া হোক। এ ব্যাপারে জেলা প্রশাসনের কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেন এই ফল ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ীরা। ##