মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাজী আজিমউদ্দিন কলেজ বুধবার (০৪ ডিসেম্বর) পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। এসময় তিনি উপস্থিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র/ছাত্রীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
কলেজ পরিদর্শনকালে কমিশনার তার বক্তব্যে দেশ ও জাতির উন্নয়নকল্পে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার পরামর্শ দেন এবং যথাযথ আইন মেনে চলার জন্য অনুরোধ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ অহিদুল ইসলাম, কলেজের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও কলেজের বিভিন্ন শিক্ষক/শিক্ষিকাসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।