মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জেলা জনশক্তি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালিবের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. ওয়াহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান।
সভায় বক্তারা বলেন, কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার কথা বলেন।
পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করা হয়। দালাল চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সকলকে সোচ্চার হতে হবে। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়। উদ্যোক্তা এবং বিদেশ গমন কারীদের সহজ শর্তে ঋণ দেবার জন্য ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানান। পরবর্তীতে আলোচনা সভা শেষে জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ কারীদের পুরস্কৃত করা হয় এবং জেলার প্রবাসী পরিবারের প্রতিবন্ধী সন্তানদের মাঝে চেক বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন ব্যাংক, এনজিও, সরকারি, বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।