সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাওঁ উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
রতারগাওঁ আল-আমীন সৃতি ফুটবল ম্যাচে মোট ৫০ টি দল অংশ গ্রহণ করেন সর্বশেষ দুটি দল ফাইনালের টিকেট অর্জন করেন। সেগুলো হলো শাপলা ক্রীড়া চক্র এবং ভাদেরটেক স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ মফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান, রতারগাওঁ স্কুল ও কলেজের প্রিন্সিপাল মোঃ মহসিন আহমেদ ইয়াসিন, সলুকাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদ মাহমুদ এবং বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোহন মিয়া বাচ্চু।
ভাদেরটেক স্পোর্টিং ক্লাবের ম্যানেজার, আব্দুল আজিজ বলেন, খেলাধুলা আনন্দের বিষয় দু দলেই ভালো খেলেছেন আমরা বিজয়ী হয়েছি তবে ম্যানেজিং কমিটিকে ধন্যবাদ জানাই এতো সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য।