দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক এমপি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী’র ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদীন চৌধুরী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে মিষ্টি মুখ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রশিদ আহমদ চৌধুরী বাচ্চু, দিরাই পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর আমির হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাইদুল হোসেন চৌধুরী, পৌর যুবদলের সাবেক সহ সভাপতি হাসমত মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আবদাল চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহ আল বাকী আজাদ, উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।