হনুফা আক্তার তুনা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের ৪ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এ কম্বল বিতরন করা হয়। আকিজ মনোয়ারা ট্রাস্টের সহায়তায় ও আলোকিত ইসলাম একাডেমির ব্যবস্থাপনায় উপজেলা বিভিন্ন স্থানের শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাংবাদিক আবু সায়েম আকন, খলিলুর রহমান, মেহেদি হাসান জসিম, নেয়ামুল আহসান হিরন ও আলোকিত ইসলামী একাডেমির পক্ষে সাইদুল ইসলাম আজাদ প্রমুখ।
আলোকিত ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান বলেন, রাজাপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কম্বল বিতরণের সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আকিজ মনোয়ারা ট্রাস্ট কে যাদের সহযোগিতায় ৪ শতাধিক শীতে কষ্ট করা
মানুষগুলো কম্বল পেয়েছেন।
ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।