মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি লন্ডন প্রবাসী জনাব সাদিকুর রহমান সাহেবের সার্বিক তত্বাবধানে আজ ৬ই জানুয়ারী রোজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টংগর আলহাজ্ব আব্দুল মতলবি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রায় ৭ শত রোগীর চোখের পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে প্রায় শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশন এর জন্য সম্পুর্ন ফ্রী খরচে ইনক্লুসিভ হাসপাতাল দক্ষিন সুরমা(সাবেক আধুনিক হাসপাতাল নেওয়া হয়েছে। অন্য রোগীদের চশমা, মলম, ড্রপ দেওয়া হয়েছে। যে-সব রোগীকে অপারেশন এর জন্য সিলেট নেওয়া হয়েছে, আগামীকাল অপারেশন এর পরে রোগীদেরকে নিজস্ব পরিবহনে আবার তাদের গন্তব্যে স্থানে পৌঁছে দেওয়া হবে। আয়োজনে আলহাজ্ব রইছ উদ্দিন মাস্টার মেমরিয়াল ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ইনকুসিভ আই হাসপাতাল সিলেট।
চিকিৎসা প্রদানে: ডা: বুশরা আলী
এমবিবিএস(ঢাবি),ডিও(বিএসএমএমইউ),
এডভান্সড মাইক্রোসার্জিকেল IOL ট্রেনিং(ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,ঢাকা)।মেডিকেল রেটিনা ট্রেনিং( সুস্রুত হাসপাতাল,ইন্ডিয়া)। চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ইনক্লুসিভ আই হাসপাতাল,দক্ষিন সুরমা,সিলেট।
এই মানবিক কাজের প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন টংগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি মানবিক মেম্বার জনাব আব্দুল ওয়াদুদ খান।
তরুণ সমাজসেবক জনাব ওয়াছিদ হাসান। টংগর গ্রামের প্রবীন মুরুব্বি জনাব আব্দুল হামিদ।
বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি লন্ডন প্রবাসী জনাব সাদিকুর রহমান বলেন, ছানি অপারেশন এ কোন ভয় নেই।অনেকেই ভয়ে এই অপারেশন করতে চান না। আমৃত্যু কষ্ট করেন।আশাকরি রুগীর নিকটজন বুঝিয়ে অপারেশন টা করে নিবেন।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন এলাকা থেকে রোগীকে সংগ্রহ করে সেবা দেওয়া সম্ভব হয়েছে, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ।
এ-সময় উপস্থিত ছিলেন, টংগর গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তি জনাব ফখরুল ইসলাম আলা মিয়া। রাড়ইল গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তি জনাব হাবিবুর রহমান চৌধুরী। স্পেন প্রবাসী জনাব সুয়েব খান। তারাপাশা গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তি জনাব সৈয়দ তহুর আলী। জারুলিয়া গ্রামের শালিস ব্যক্তি জনাব শাহীন মিয়া। জারুলিয়া গ্রামের শালিস ব্যক্তি জনাব গোলাম রব্বানী। জনাব সৈয়দ তাহির আলী। জনাব সৈয়দ কিবরিয়া। টংগর গ্রামের শালিস ব্যক্তি জনাব কামাল খান। জনাব আল-আমীন খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অর্থ এলাকার গণ্যমান ব্যক্তিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক এস এম উমেদ আলী সাহেব। সাংবাদিক ইদু খান।
এলাকাবাসী বলেন, বিনামূল্যে ফ্রী চক্ষু চিকিৎসা করে সত্যি প্রশংসার দাবিদার হয়েছেন লন্ডন প্রবাসী জনাব সাদিকুর রহমান সাহেব। আমরা উনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি।