আলেক চান তালুকদার স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ” ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আজ ০৮জানুয়ারী, ২০২৫ খ্রিঃ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এসপি ও সদর থানার ওসি, উনাদের সাথে আলাদা আলাদা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উক্ত কমিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ (অবঃ) ডাঃ এ.কে.এম. সিদ্দিকুর রহমান সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. মাহতাব উদ্দিন আহমেদ, সহ- সাধারণ সম্পাদক অ্যাড. মাজহারুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিজান হাসান নাহিদ, অর্থ সম্পাদক জালাল উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এইচ এম আব্দুল হাই, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি মুছা, সমাজসেবা বিষয়ক সম্পাদক সৈয়দা মার্জিয়া এছাড়া কার্যকরী সদস্য রানা মিয়া,সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় বিভাগ ও জেলার গঠনমূলক আলোচনা হয়েছে।