দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি রবিবার বাদ মাগরিব দিরাই কলেজ রোডস্থ সাত্তার ম্যানশনের ২য় তলায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা ছাদিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রশিদ আহমদ চৌধুরী বাচ্চু, দিরাই পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুজাত আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাইদুল হোসেন চৌধুরী পৌর যুবদলের সাবেক সহ সভাপতি হাসমত মিয়া,উপজেলা জিয়া পরিষদের সভাপতি আবদাল আলম চৌধুরী তরুন দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহ আল বাকী আজাদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী সহ উপজেলা ও পৌর এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।