1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:১০|
শিরোনামঃ
সুনামগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুনামগঞ্জে গুজবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন আল হেলাল জামালগঞ্জে সম্প্রীতি সমাবেশ ২৯ মে’র মধ্যে দিরাইয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কমিটি গঠনের নির্দেশ বালুচরে পশুরু হাট না বসানোর দাবিতে চারটি সংস্থার গণ সাক্ষরে আবেদন সুনামগঞ্জ সীমান্তে পাহাড়ি ঢল, কয়লা কুড়াতে শ্রমজীবী মানুষের হিড়িক সংবাদ প্রকাশের জেরঃ মাদক ব্যাবসায়ীদের হামলায় সাংবাদিক কামাল আহত নিশিতা গুড়া মশলা ক্রয় করে ১ লক্ষ টাকা পুরষ্কার পেয়েছেন সুনামগঞ্জের সাদিকুর রহমান বিশ্বম্ভরপুরে মানববন্ধনে হামলাকারীরা সালিশের মাধ্যমে মাফ চাইলেন

মিথ্যা মামলাবাজ সাজনার উৎপাতে অতিষ্ঠ কাশীপুরের অসহায় পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫,
  • 262 বার দেখা হয়েছে

সুনামগন্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করে আসছেন কাশিপুর গ্রামের বিল্লালের স্ত্রী মামলাবাজ সাজনা বেগম।
সাজনা বেগমের মিথ্যা, মামলা ও বিভিন্ন হয়রায়নিমূলক কর্মকান্ডের বিষয়ে মুখ খুলেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার কাশিপুর গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মামলাবাজ সাজনা বেগমের আসল কাহিনি। গ্রামের কয়েকজন জানান,আমাদের শান্তিপ্রিয় গ্রাম হচ্ছে কাশিপুর, আমাদের গ্রামে কোন মামলা মোকাদ্দামা মত ঘটনা ঘটেনি। সাজনা বেগম স্বার্থসিদ্ধির লোভে নিজের চরিত্রকে বিলীন করে আমাদের গ্রামের মতিন মিয়া সহ অনেকের উপর মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করে আসছেন। সাজনা বেগম একজন খারাপ প্রকৃতির লোক,। নিজের চরিত্র বিলীন করে অন্যেকে ফাসানো হচ্ছে তার মিশন৷ বিভিন্ন গ্রামের কিছু কুচক্রী মহলের ইন্ধনে হয় তার মামলার সিন্ডিকেট। একই গ্রামের মতিন মিয়া একজন শান্ত প্রকৃতির লোক। মতিনের ভাই ভাতিজাদের সাজনা বেগমের কিঞ্চিৎ কথা কাটাকাটি হলেই সাজনা বেগম তাদের বিরুদ্ধে করতে থাকেন একের পর এক মিথ্যা মামলা। এ গ্রামের বাসিন্দা মজনু মিয়া জানান,আমাদের ছোট্র গ্রাম আমরা মামলা হামলা খুব ভয় পাই,। কিন্তু আমাদের গ্রামের বিল্লালের স্ত্রী’র মামলার উত্তাপে গ্রামে তুষের আগুন জ্বলছে। কোথা থেকে লোকজন এসে সাজনার বাড়িতে মেলার মতো আয়োজন বসায়। আমাদের পল্লী গ্রাম এসব কি মানায়, কিন্তু তার বিরুদ্ধে কথা বলতে গেলেও আমাদের বিপদ,। সাজনা একের পর দিতে থাকে মিথ্যা মামলা। জয়সিদ্বি গ্রামের প্রবীণ মুরুব্বী আশ্রব আলী বলেন, সাজনা বেগম ও বিল্লাল সর্ব প্রথম আমাদের গ্রামে থাকতেন কিন্তু তাদের এই কৃষ্টি কালচারে জইদ ( জয়সিদ্বি) গ্রামে ঠাই মিলেনি। সাজন ও তার পরিবারের লোকজনদের চলা ফেরা অতি বাজে। মতিন একজন ভালো লোক তার উপর মিথ্যা মামলা করা হয়েছে। সাজনা ও বিল্লালের ব্যবসা হচ্ছে স্ত্রী’কে দিয়ে মামলা করিয়ে অর্থ হাসিল করা। কাশিপুর গ্রামের নুর মিয়া জানান,সাজনা একজন মামলাবাজ মহিলা হিসেবে আদালত ও থানায় পরিচিত। সে এলাকার কিছু দালাল প্রকৃতির লোক নিয়ে গড়ে উঠেছে তার মামলা সিন্ডিকেট। সাজনা ঘরে প্রতি রাতেই বসে মদ গাজা সেবন সহ বিভিন্ন খারাপ লোকদের আসর সাজনা সালিশ অমান্য করে মামলা সহ বিভিন্ন ধরনের হুমকি দমকি দেন। এব্যাপারে স্থানীয় ওয়ার্ড সদস্য রুশন আলী বলেন, মতিন ভাই একজন ভালো প্রকৃতির লোক। কিন্তু প্রতিবেশী হিসেবে সাজনাদের সাথে তাদের মনোমালোন্য থাকতেই পারে। কিন্তু তা মিমাংসার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। তা অমন্য করে বিল্লাল ও সাজনা মামলার দিকেই। অগ্রসর। অভিযোক্ত সাজনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অসহায় মানুষ আমাদের নিরাপত্তার জন্য আমি মামলা করেছি।
পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এবিষয়ে আমি অবগত নয়। এব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী বলেন, উভয়ের মামলা চলমান আছে। সটিক তদন্ত করে পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24