দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় ২০২৫ শিক্ষা বর্ষের নতুন শিক্ষার্থীদের ( ষষ্ঠ শ্রেনীতে) লটারির মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদের কে বরন করতে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাশী দাস, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও অভিভাবক সৈদুর রহমান তালুকদার, সহকারী শিক্ষক নিখিল রঞ্জন দাস, স্বপ্না রানী দাস, অজয় সিংহ রায়, লাকী সঞ্চরিনী বিশ্বাস। রফিকুল ইসলাম,। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহেল সরদার, হাদিয়া আক্তার প্রমুখ। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন অতিথিরা এবং তাদেরকে বিদ্যালয়ের ডায়রী ও কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে অভিজিৎ সূত্রধর বলেন তোমাদের জন্য আজকের এই দিনটি খুব ই স্মরণীয় হয়ে থাকবে কারণ আমাদের সময়ে এভাবে নবীন বরন অনুষ্ঠান করে ষষ্ঠ শ্রেনীতে বরন করেনি। আজ তোমাদের কে অনুষ্ঠানের মাধ্যমে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরন করা হচ্ছে এটা সত্যি ই স্মরণীয় হয়ে থাকবে। তোমাদের কে এ প্লাসের পিছনে না ছুটে ভালো মানুষ হওয়ার দিকে নজর দিতে হবে। শুধু ভাল ফলাফল করলাম কিন্তু ভাল মানুষ হতে পারলাম না এ শিক্ষার কোন মুল্য নেই। তোমাদের নতুন জায়গায় নতুন স্কুল সবার সাথে মিলে মিশে পড়াশোনা করতে হবে। শিক্ষকদেরকে সম্মান করতে হবে কখনো শিক্ষকদের সাথে বেয়াদবি করবে না। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। এভাবে চললে দেখবে তোমাদের সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে।তোমাদের জীবন আর উন্নত ও বিকশিত হোক এই কামনা করছি।