দিরাই প্রতিনিধি ঃ দিরাইয়ে এলজিইডির সহযোগিতায় দিরাই কলকলিয়া রাস্তার পুনঃনির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) স্থানীয় তিন গ্রামবাসীর উপস্থিতিতে এই পুনঃনির্মান কাজের উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত বক্তারা বলেন
দিরাই কালনী ব্রীজ হতে জগদল ইউনিয়নের বিভিন্ন গ্রামে যাওয়ার রাস্তা যাহা ৬ বৎসর পূর্বে আমরা তিন গ্রাম যথা জগদল , মাটিয়াপুর ও করিমপুর গ্রামের প্রায় সোয়া দুই লাখ টাকা ফান্ড কালেকশনের মাধ্যমে শুরু হয়েছিল। কয়েক বৎসর যাবৎ বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে চলাফেরা করলে ও সেই রাস্তাকে আরো টেকসই এবং স্থায়িত্বের জন্য উল্লেখিত তিন গ্রাম সহ এলাকাবাসী এবং সরকারের সহযোগিতায় আজ ২৫ জানুয়ারি নতুন করে উদ্বোধন করা হলো। দেশবাসীর কাছে দোয়া চাইতেছি মহান আল্লাহ যেন আমাদের জন্য স্থায়ী এবং টেকসই রাস্তার ব্যবস্থা করেন।