দিরাই প্রতিনিধিঃ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ৩ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলন্জ ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা কৃষক দলের আহবায়ক ছালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনয় বক্তব্য রাখেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজান চৌধুরী, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শিহাব, কুলন্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতি,বিএনপি নেতা এলাইচ মিয়া তালুকদার, উপজেলা কৃষক দল নেতা লেচু মিয়া তালুকদার, চাঁন মিয়া,জানে আলম, সোনাই মিয়া তালুকদার, সেকুল ইসলাম চৌধুরী, দবির মিয়া, বাবুল মিয়া তালুকদার, কৃষক দল নেতা জাহির মিয়া, শাহীন মিয়া, শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম রোমান আহমদ সহ দিরাই উপজেলা ও কুলন্জ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।