দিরাই প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রায়বাংগালী বাজারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় উপজেলার জগদল ইউনিয়ন রায়বাংগালী বাজারে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শিহাব, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মাসুক মিয়া,জগদল ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আলী, জগদল ইউনিয়ন কৃষক দলের সভাপতি অমৃত মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শামীম আহমেদ, দেলোয়ার হোসেন লেবু, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক ছালিম খাঁ, উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য বাউল শাম মিয়া, কৃষক দল নেতা দানিশ মিয়া, হারুন মিয়া, জগদল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হামিদুল ইসলাম,,যুবদল নেতা সুমন মিয়া, জগদল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শোয়েব খান, আলমগীর হোসেন, তোফায়েল আহমেদ, প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা- সুফলা, শস্য- শ্যামল আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। ১৯৭৫ সালের পট, পরিবর্তনের পর, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দূর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক, মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করে খাদ্য রফতানি শুরু করে। জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে খাল কাটা কর্মসূচির জনগনের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে খালকাটা ও নদী খনন কে ফিরিয়ে আনতে হবে।