স্টাফ রিপোর্টারঃ
জেলা বিএনপির ১৬ ইউনিটের কমিটি চূড়ান্ত হয়েছে। আগামী রবিবার দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি নয়া এসব কমিটি ঘোষণা করবেন। এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আজ সোমবার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বৈঠকে প্রত্যেক ইউনিট কমিটি চূড়ান্ত করে জেলা আহ্বায়ক কমিটির মতামত ও সুপারিশ নেওয়া হয়েছে বলে দায়িত্বশীল একাধিক নেতা জাানিয়েছেন।
ইউনিটে ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠনের জন্য প্রত্যেক ইউনিট থেকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে আগ্রহীদেরকে সংগঠনের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে জমা দেবার জন্য বলা হয়। এই আহ্বানের পর ১৬ ইউনিটের প্রায় চারশ’ দলীয় নেতা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে ফরম সংগ্রহ করে জমা দেন।
সোমবার বেলা তিনটা থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে পাঁচ টা) শহরের কালীবাড়ি প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ১৬ ইউনিট কমিটি গঠনের জন্য সংগঠনের জেলা কমিটির সভা চলছিল।
বৈঠকে থাকা সংগঠনের দায়িত্বশীল একজন নেতা জানান, ১৬ ইউনিটের কমিটি আগামী রোববার ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে সভায়। সভায় সিদ্ধান্ত হয় জেলা আহ্বায়ক কমিটিতে যারা যুক্ত আছেন, তারা কেউই কোন ইউনিট কমিটিতে আহ্বায়ক কিংবা যুগ্ম আহ্বায়ক হতে পারবেন না। নয়া কমিটিগুলোর আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে কারা থাকবেন, এই বিষয়েও ব্যাপক আলোচনা শেষে নেতৃবৃন্দ ঐকমত্যে পৌঁছেছেন। ইউনিটগুলোতে আহ্বায়ক পদের নামের তালিকাও সংক্ষিপ্ত হয়েছে।
জেলা বিএনপির স্বাক্ষর প্রদানকারী সদস্য অ্যাড. আব্দুল হক জানালেন, দুপুর থেকে গভীর রাত পর্যন্ত সভা হয়েছে। আগামীকাল মঙ্গলবারও জেলা আহ্বায়ক কমিটির সভা হবার কথা ছিল। এই সভা আর করা লাগছে না। আগামী রোববার’এর মধ্যে আমরা সকল ইউনিট কমিটি চূড়ান্ত করে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বললেন, দুপুর থেকে অনেক রাত পর্যন্ত জেলা আহ্বায়ক কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে জেলার ১৬ ইউনিট কমিটির বিষয়ে সকলের মতামত ও সুপারিশ নেওয়া হয়েছে। আগামী রোববার ইউনিট কমিটি ঘোষণা করা হবে। এসময় যুক্তরাজ্য থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এছাড়া অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফকাহ্ সিদ্দিকী উপস্থিত থাকবেন।