দিরাই প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাইয়ে দৈনিক মানবজমিনের ২৭ তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মানবজমিনের প্রতিনিধি ও দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমেদ সরদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, দিরাই সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য মাওলানা নুরুদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আবদুল কুদ্দুস, প্রেসক্লাবের আহবায়ক সোয়েব হাসান, সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, বিএনপি নেতা এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আলআমিন, দিরাই পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, প্রভাষক মিলন কৃষ্ণ সাহা, মানবজমিনের শাল্লা উপজেলা প্রতিনিধি বকুল আহমেদ, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাহান সিরাজ,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আরমান হোসেন অনিক, যুবদল নেতা বকুল আহমেদ, সাংবাদিক শাহজাহান মাহমুদ হেলাল, তোফায়েল আহমেদ, দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সাংবাদিক উবায়দুল হক, জীবন সুত্রধর, দীপংকর বণিক, মুহিবুর রহমান, রবিনুর চৌধুরী, জন চন্দ্র সরকার।
আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক মানবজমিনে ২৭তম বর্ষ পূর্তি উদযাপন করা হয়।