দিরাই প্রতিনিধিঃ
প্রতিবছরের মতো সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি ২০২৪ এর পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুস শহীদ চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় দিরাই প্রেসক্লাবের আয়োজনে মেধাবৃত্তি প্রদান করা হয় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ২৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে।
শনিবার দুপুর ১২ ঘটিকায় দিরাই উপজেলা গণমলনায়তনে প্রেসক্লাব আহ্বায়ক সোয়েব হাসানের সভাপতিত্বে ও সদস্য জিয়াউর রহমান লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, প্রধান বক্তা হিসাবে প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল কায়ূম, বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভূমি কমিশনার অভিজিৎ সূত্রধর, সাবেক জেলা বিএনপির সদস্য হুমায়ূন কবির তালুকদার, ( ওসি ) তদন্ত উত্তম কুমার দাস, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা রুমি। এছাড়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী , সাংবাদিক তোফায়েল আহমেদ, শাহজাহান মাহমুদ হেলাল, আহবায়ক কমিটির সদস্য সৈদুর রহমান তালুকদার, মোশাহিদ আহমদ,,মোস্তাহার মিয়া মুস্তাক, প্রশান্ত সাগর দাস, মাইদুল ইসলাম সোহাগ, আব্দুল্লাহ রাজি, এহিয়া আহমদ লিটন গোলাম জিলানি , আয়মান আহমেদ, রায়হান আহমেদ, রাজিব দাস, ঝুটন সুত্রধর, প্রমুখ। উপজেলার বিভিন্ন বিদ্যালয়রে ২০০ জন ছাত্রছাত্রী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।