দিরাই প্রতিনিধি ঃ এফআইভিডিবির আরইসিসি প্রজেক্টের আয়োজনে স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দিরাই পৌরসভায় প্রবাসী উচ্চ বিদ্যালয়ে এফআইভিডিবির আরইসিসি প্রজেক্টের আয়োজনে ওয়েল্ট হাঙ্গার হিলফির আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ক্যাম্পেইনে বক্তব্য রাখেন উপজেলার মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার, উপজেলা স্যানেটারী অফিসার মোহাম্মদ আফজল হোসেন,উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অর্পন দাস, সহকারী শিক্ষক হোসাইন আহমেদ , এফআইভিবিডিবি আরইসিসি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার সুলতান মাহমুদ, ফিল্ড অফিসার অক্রুরমনি দেবনাথ প্রমুখ।