দিরাই প্রতিনিধি ঃ এফআইভিডিবির আরইসিসি প্রজেক্টের আয়োজনে স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দিরাই উপজেলার গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয়ে এফআইভিডিবির আরইসিসি প্রজেক্টের আয়োজনে ওয়েল্ট হাঙ্গার হিলফির আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী চৌধুরীর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার অক্রুরমনি দেবনাথের সঞ্চালনায় ক্যাম্পেইনে বক্তব্য রাখেন উপজেলা স্যানেটারী অফিসার মোহাম্মদ আফজল হোসেন, সহকারী শিক্ষক প্রনব তালুকদার, এফআইভিডিবির রাজানগর ইউনিয়ন ফিল্ড অফিসার সালেহ আহমেদ, করিমপুর ইউনিয়ন ফিল্ড অফিসার শ
সাকিবুল হাসান প্রমুখ।