দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় দিরাই কলেজ রোডস্থ সাত্তার ম্যানশনের ২য় তলায় দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রশিদ আহমদ চৌধুরী বাচ্চু,পৌর বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহবায়ক মাইদুল হোসেন চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নুরুল হক তালুকদার, সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামসুল ইসলাম সুভাষ, বিএনপি নেতা আবুল খয়ের, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরীয়ত আলম চৌধুরী, পৌর যুবদলের সাবেক সহ সভাপতি হাসমত আলী, সাবেক ছাত্রনেতা আজিম উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আবদাল চৌধুরী, উপজেলা তরুন দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহ আল বাকী আজাদ, মশিউর রহমান, উপজেলা জিয়া পরিষদের সহ সভাপতি আবুল বশর,উপজেলা ছাত্রদল নেতা একরাম হোসেন, দিরাই কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী প্রমুখ। নব গঠিত কমিটির উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর আলী বলেন,শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারন করেই আমি রাজনীতি শুরু। দিরাই উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের তৃনমূল নেতাকর্মীর মতামত কে প্রধান্য দিয়ে দল গঠনে আমরা কাজ করে যাবো। বড় দলে মানঅভিমান থাকতেই পারে আমার বিশ্বাস দলের সিনিয়র জুনিয়র দের সহযোগীতায় মান-অভিমান ভুলে ওয়ার্ড,ইউনিয়ন, পৌরসভাসহ উপজেলার একটি সুসংগঠিত কমিটি গঠন করতে সর্বোচ্ছ চেষ্টা রাখবো।
পৌর বিএনপির নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম চৌধুরী বলেন,পৌর বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তৃনমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দল গঠন করা হবে।