দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে বিল লুটের উৎসব চলছে, গতচার দিনে কামানা, মেঘনা বারোঘড়,হাতনিসহ কয়েক টি বিল লুট করেছে এলাকার সর্বস্তরের জনগণ। সর্বশেষ বুধবার এলাকার মানুষ লুট করেছে উপজেলার করিমপুর ইউনিয়নের বেতইর নদী।
হাজার হাজার জনতা ঠেকাতে অসহায় পুলিশ প্রমাসন। বেতইর নদীর সাব ইজারাদার লিপন হাসান বলেন, আমরা সরকারি বিধি অনুযায়ী তিন বছরের জন্য বেতইর জলমহাল ইজারা এনেছি, যাবতীয় রেন্ট পরিশোধ করে আমরা অনেক টাকা খরচ করে জলমহাল সাজিয়েছি৷ আগামী বছর বিল ফিসিং করার কথা। আজ
বুধবার (০৫মার্চ ) সকালে ৭টা থেকে এলাকার মানুষ জোর পুর্বক আমাদের সাজানো বিলের মাছ ধরে নেয়, আমরা এবং পুলিশ প্রশাসন তাদের বাধা দিলেও কিছু করতে পারেনি। আমরা প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করবো।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমরা সেনাবাহিনী সহ বেতর নদী গিয়ে ও হাজার হাজার জনতা কে সামাল দিতে পারেনি, ইজারাদার মামলার প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জীব সরকার বলেন, আমরা সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনী সহ বেতর নদীতে অবস্থান করি, প্রথমে সামাল দিলেও পরে হাজার হাজার জনতা সমবেত হয়ে জলমহালে মাছ ধরতে গেলে তাদের সামাল দিতে আমরা অনেক টা অসহায় হয়ে পড়ি। দিন দুপুরে এভাবে জলমহাল লুট খুবই দুঃখ জনক।