দিরাই প্রতিনিধিঃ দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কের সভাপতি ও দিরাই উপজেলার কুলন্জ ইউনিয়নের নাচনী গ্রামের মহিউদ্দিন জগনুর উদ্দ্যোগে তার নিজ গ্রাম নাচনী গ্রামবাসীর মধ্যে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রতিদিন গ্রামের ৫শত পরিবারের মধ্যে মহিউদ্দিন জগনু ও তার পরিবার ইফতার বিতরণ করে যাচ্ছেন। দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কের সভাপতি মহিউদ্দিন জগনু এক সাক্ষাৎকারে বলেন প্রতিবছরের ন্যায় এবৎসরও আমি এবং আমার পরিবারবর্গের পক্ষ থেকে থেকে গ্রামের প্রায় ৫শত পরিবারের মধ্যে রান্না করা ইফতার পরিবেশন করে যাচ্ছি।তিনি আরো বলেন আমাদের এই উদ্যোগ সবসময় চলমান থাকবে ইনশাআল্লাহ মহিউদ্দিন জগনু আরো বলেন আমাদের এই উদ্যোগ কে অনেকই স্বাগত জানাচ্ছেন দেশ বিদেশের সকলের কাছে আমিও আমার পরিবার দোয়া প্রত্যাশি এরকম মহৎ কাজ যেন করতে পারি মানুষের কাছে থাকতে পারি।