এক শুভেচ্ছা বার্তায় দৈনিক জনতার কণ্ঠ উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি শামছুল ইসলাম আবাব বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবিদেশ থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ অনেক শুভাকাঙ্ক্ষী ফেসবুকে, ফোনে, এসএমএসে, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সময়ের ব্যস্তার কারণে সবাইকে রিপ্লাই দিতে পারিনা। এরজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি বিশ্বাস করি আপনারা আমার চলার পথের হাতিয়ার, তাইতো আমি কৃতজ্ঞতা প্রকাশ করি বারেবার।
ঈদ অর্থ খুশী বা আনন্দ, কিন্তু প্রায় মানুষের নেই আনন্দ ঈদের খুশী। প্রায় মানুষের জীবন যাত্রার ব্যয়ভার মিটানো খুবই কষ্টের। চারিদিকে মারামারি, হানাহানি। লোটপাট। স্বাধীনতা-পরাধীনতা যন্ত্রণা। রুটি রুজির যন্ত্রণা। দ্রুব্যমুলের উর্দগতি। দুর্বলের উপর সবলের অত্যাচার। উচ্চ শিক্ষিত হয়েও বেকার। অসহায় গরীব দুঃখী মানুষ নিয়ে ভাবার মানুষ ক’জনা মাত্র। কে কার সুবিধা অসুবিধা দেখে নিজ নিজ সুবিধা ও অহমিকা নিয়ে চালিয়ে যায় অসহায় গরীবের উপর শোসন। তাই এসব মানুষের ঈদ আনন্দের চেয়ে যন্ত্রণার পাল্লা ভারি। আসুন আপনি আমি সকলে সম্পদের সঠিক ফিতরা ও যাকাত প্রদান করিয়া যথাযথ বন্টনের মাধ্যমে গরীব অসহায় মানুষের ঈদের আনন্দে অংশীদার হই। সকলকে পরিপূর্ন ঈদ মোমারক জানাই। সকলেই আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।