দিরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই শাল্লা আসনের সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। এক শোকবার্তায় নাছির উদ্দিন চৌধুরী বলেন কামরুজ্জামান সাহেব ছিলেন দীর্ঘ দিনের সহযোদ্ধা তিনি আমৃত্যু সফলতা সাথে রাজনীতি করে গেছেন।তিনি আরো বলেন কামরুজ্জামান সাহেবর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পুরন করার মত না আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি দীর্ঘদিনের সহযোদ্ধা কামরুজ্জামান সাহেব কে যেন আল্লাহ জান্নাত দান করেন আমিন।