দিরাই প্রতিনিধিঃ
কৃষকের অ্যাপসের পাশাপাশি স্থানীয় কৃষি বিভাগ কর্তৃক সরবরাহকৃত কৃষকের তালিকা হতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দিরাই খাদ্য গুদামে ধান সংগ্রহ এর কার্যক্রম শুরু করা হয়েছে।
২৪ এ্রপ্রিল হতে ৩১ আগস্ট ২০২৫ খ্রি. পর্যন্ত ধান সংগ্রহ চলবে।
বৃহস্পতিবার আভ্যন্তরিন বোর সংগ্রহের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।
এসময় জানানো হয়, ধানের আদ্রতা সর্বোচ্চ ১৪% হতে হবে। (স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তার কাছে অথবা খাদ্য গুদামে যাচাই করা যাবে)। খাদ্য গুদামে ধান সরবরাহের ক্ষেত্রে স্থানীয় কৃষি বিভাগ কর্তৃক সরবরাহকৃত কৃষি কার্ড অথবা তালিকায় নাম থাকতে হবে (যে সকল কৃষকদের নাম তালিকায় নেই তাঁরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন সংগ্রহ করে ধান সরবরাহ করতে পারবেন)। চিঠামুক্ত স্বাভাবিক বর্ণের ও গন্ধের ধান স্থানীয় খাদ্য গুদামে নিয়ে যেতে হবে।
একজন কৃষক সর্বোচ্চ ১ হাজার ৬শ কেজি বা ৪০ মন ধান সরবরাহ করতে পারবেন। কৃষকের ব্যাংক একাউন্টের মাধ্যমে ধানের মূল্য পরিশোধ করা হবে।
ধান সরবরাহের জন্য কোন দালাল, দড়িয়া বা মধ্যসত্বভোগীর সাহায্য না নেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়