হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুব ও ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা শুক্রবার (১৬ মে ২০২৫) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা যুব জমিয়ত ইউনিয়ন সভাপতি হাফিজ মারুফ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ রাসেল, ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রোম্মান আহমেদ এর যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক. মাওলানা এইচ এম আব্বাস আল মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহ প্রচার সম্পাদক হা. মুফতি রুহুল কুদ্দুস।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত উপজেলা সহসভাপতি আবু ছালেহ উসমান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ খুবাইব বিন জামিল।
এছাড়াও বক্তব্য রাখেন যুব জমিয়ত ইউনিয়ন সহ সাধারন সম্পাদক মাওলানা মুফতি আফজল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ শামসুল করিম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।
সভার শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির আহমদ।